পাঁচবিবিতে ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক

 

মোঃ আহসান হাবিব (বাপ্পি) জয়পুরহাট প্রতিনিধি :

জয়পুরহাটের পাঁচবিবিতে বখাটের ছুরিকাঘাতে রনি বাবু (২০) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক পাঁচবিবি বালিঘাটা বাজার চাতাল পাড়া এলাকার আহাদ আলী মন্ডেলের ছেলে।বুধবার মধ্যরাতে পাঁচবিবি রেল স্টেশান এলাকায় এঘটনা ঘটে।স্থানীয়রা জানান, রাতে রেল স্টেশান এলাকায় ধারালো ছুরিকাঘতের আঘাতে গুরত্বর রক্তাক্ত অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে যুবকের পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন এসে তাকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে নিয়ে যান। সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করান। পরে রংপুরে নিয়ে যাওয়ার পথে বৃহস্পতিবার ভোরে মারাজান।এদিকে, খবর পেয়ে বৃহস্পতিবার সকালে যুবকের বাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে সুরতহালের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠান বলে জানিয়েছেন পাঁচবিবি থানা পুলিশ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত