আন্তর্জাতিক আদিবাসী দিবসের র্যারী ও আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

 

বিশু তনচংগ্যা

আজ ৯ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস, এরই অংশ হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তথা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বসবাসরত ক্ষু্দ্র জাতি সমুহের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দাবিতে ও আদিবাসী জাতি সমুহের দেশান্তর: প্রতিরোধ সংগ্রামে স্লোগানে র্যালী ও আলোচনা সভা উদযাপন ও পালন করেছে। আজ সকাল অনুমানিক ৯ ঘটিকার সময়ে রাংগামাটির পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গন হতে এই র্য্যালী শুরু করে রাঙ্গামাটি স্টোডিয়ামে এসে শেষ করে। এসময় পার্বত্য রাঙ্গামাটির অঞ্চলে বসবাসরত বিভিন্ন জাতি সমুহের নিজস্ব ব্যানার ও নিজস্ব জাতির ঐতিহ্য পোশাক পরিধানের মাধ্যমে ৪০টিও বেশি ব্যানারে এই র্যালীতে অংশ নিতে দেখা গেছে। রাংগামাটি আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃত রঞ্জন চাকমার সভাপতিত্বে এসময় শুভ উদ্বোধক হিসেবে রাংগামাটি ২৯৯নং সাংসদ আসনে মাননীয় শ্রী ঊষাতন তালুকার এমপি এই র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার কর্মী শ্রীমতি বাঞ্চিতা চাকমা, সম্মানিত অতিথি রাংগামাটি সদর উপজেলায় চেয়ারম্যান অরুন কান্তি চাকমা, পার্বত্য হেডম্যান নেটওর্য়াকের সহ সাধারান সম্পাদক উঃ থোয়াই অং মারমা সহ আরো অনেকে। এসময় বক্তারা বলেন আমরা দীর্ঘ যুগ যুগ ধরে এই মাটিতে আমাদের সংস্কৃতি, ভাষা, ঐতিহ্য, সমাজ, কৃষ্টি ইত্যাদি নিয়ে বসবাস করে আসছি। আমরা কেন অন্যান্য জনগোষ্ঠির চাইতে পিছিয়ে থাকবো কিংবা কেন আমরা আদিবাসী হিসেবে স্বীকৃতি পাবোনা এবং বিভিন্ন নির্যায়নে শিকার হবো তা খুবই দুঃখজনক বলে জানান। এসময় মাননীয় সংসদ সদস্য শ্রী ঊষাতন তালুকদার বলেন -বাংলাদেশের যে সমস্ত আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে আছে তারা বর্তামানে তারা দেশান্তর হতে চলেছে বিভিন্ন নির্যাতন ,জোর জুলুম শিকারের কারনে।
এসময় আরো অন্যান্য বক্তাগনেই সরকারের নিকট এই দিবসটিকে জাতীয় পর্যায়ে পালনে ও আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দ্রুত দাবি জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত