
চৌধুরী মুহাম্মাদ রিপনঃ
গত ৩১ শে মে শুক্রবার” তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শাহাজাহান সাজু উপস্থাপনায় বার্তা মিডিয়া গ্রুপ ” এর দোয়েল টিভি ও সকালের বার্তা, আজকের কর্ণফুলী আয়োজনে আর এফ পুলিশ প্লাজা ৩য় তলা রুম নং ৪৬৪, দোয়েল টিভি র বার্তা কার্যালয়ে বিকাল ৫টায় ইফতার মাহফিল আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দোয়েল টিভি, সকালের বার্তা ও আজকের কর্ণফুলী তথা বার্তা মিডিয়া গ্রুপ এর পরিচালক নির্বাহী সম্পাদক চৌধুরী মুহাম্মাদ রিপন সভাপতিত্বে পবিত্র সিয়াম সাধনার শিক্ষা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দোয়েল টিভি, সকালের বার্তা ও আজকের কর্ণফুলী তথা বার্তা মিডিয়া গ্রুপ এর চেয়ারম্যান রোটারিয়ান গোলাম আকবর চৌধুরী, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ এর সহ সভাপতি জনাব শাব্বির আহমেদ যুক্তিবাদী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক কাপ্তাই উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শুভ সকাল পত্রিকার সম্পাদক জনাব জোনায়েদ হোসেন, সাংবাদিক রানা সাত্তার, সাংবাদিক ফয়সাল সিকদার, সাংবাদিক রুবাইয়া আক্তার লাবণী, সাংবাদিক আব্দুলকাদেরখান প্রমুখ।