হাটহাজারীতে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মো: আবু শাহেদ,হাটহাজারী বার্তাঃ-
চট্টগ্রাম হাটহাজারীতে পুকুরের পানিতে ডুবে মায়েশা(৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ই আগষ্ট বুধবার দুপুর সাড়ে বারটার সময় এ ঘটনাটি ঘটে।

জানা যায়,উপজেলার ধলই ইউনিয়নের শফিনগর গ্রামে ফতেহ আলী চৌধুরীর বাড়ীর নানার বাড়ীতে বেশ কয়েকদিন আগে বেড়াতে এসে লাশ হয়ে ফিরতে হল মায়েশা কে। সে একই উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের কুমারিকুল সারাং বাড়ির লোকমানের কন্যা।
ঘটনার দিন নিহত মায়েশাকে রেখে তার মা আরেক সন্তানকে চিকিৎসার জন্য শহরে নিয়ে যায়। এদিকে নিহত শিশু কন্যা কে দাফনের জন্য বিকেলে তার নিজ বাড়ি গুমানমর্দ্দন কুমারিকুল সারাং বাড়িতে নিয়ে যায়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত