ইয়ামিন সরকার নবাবগঞ্জ দিনাজপুর হতেঃ
দিনাজপুরের ৬ আসনের এমপি শিবলী সাদিকের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। গত ৮ই জুন শনিবার রাতে নবাবগঞ্জের স্বপ্নপুরীতে এই বিবাহ অনুষ্ঠিত হয়। কনে হিলি(হাকিমপুর) উপজেলার সিপি রোড নিবাসী বাবু মল্লিকের ৩য় সন্তান খাদিজা শিমু। বিবাহ অনুষ্ঠানে উভয় পরিবারে আত্মীয় স্বজন ছাড়াও ৪ উপজেলার আওয়ামীলীগের নেতৃবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানা যায়, খাদিজা শিমু অনার্স ১ম বর্ষের অধ্যায়নরত ছাত্রী। তার এটি ১ম বিবাহ হলেও এমপি শিবলী সাদিকের এটি ২য় বিবাহ। ২০১১ সালে জনপ্রিয় কন্ঠ শিল্পী ক্লোজআপ ওয়ান খ্যাত কুষ্টিয়ার মেয়ে মৌসুমি আক্তার সালমার সাথে পারিবারিক ভাবেই শিবলী সাদিকের ১ম বিবাহ সম্পন্ন হয়েছে। লালন কন্যা খ্যাত সালমা ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান থেকে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য হওয়ায় পর শিবলীর সংসার জুড়ে একমাত্র কন্যা স্নেহা। ২০১৬ সালে পারিবারিক দন্দ্ব চরমে উঠলে উভয়ে ডিভোর্সের সিদ্ধান্ত নেন।
এমপি শিবলী সাদিক এতোদিন বিবাহ বন্ধনে আবদ্ধ না হলেও ২০১৮ সালের শেষের দিকে কন্ঠ শিল্পী সালমা ময়মনসিংহের হালুয়া ঘাটের ছেলে সানাউল্লাহ নূরের সাগরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।সাগর পেশায় ঢাকা জাজ কোর্টের অ্যাডভোকেট। তবে বর্তমানে বার অ্যার ল সম্পন্ন করতে যুক্তরাজ্যে অবস্থান করছেন।