নবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে দুই নারী নিহত

নিজস্ব প্রতিবেদক

ইয়ামিন সরকার নবাবগঞ্জ দিনাজপুরঃ

দিনাজপুরের নবাবগঞ্জে ভাদুরিয়া বাজারে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ২ নারী নিহত হয়েছে।
নিহতরা হলেন ঘোড়াঘাট উপজেলার বেগুনবাড়ি গ্রামের আব্দুস সালামের স্ত্রী আমিনা বেগম(৬৭) ও একই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী সাহিদা বেগম (৫৫)। থানা সূত্রে জানা গেছে গত সোমবার সন্ধ্যা ৭ টার সময় নিহতরা ভাদুরিয়া বাজারে ডাক্তার দেখে চার্জার ভ্যান যোগে বাড়ি যাচ্ছিলেন এসময় রাস্তায় ভ্যানের চাকা অসমতল স্থানে উঠলে চার্জার ভ্যানটি উল্টে যায় ও ওই দুই নারী ভ্যান থেকে ছিটকে পড়ে। এবং অপর দিক থেকে আশা একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ওই দুই নারী মারা যায়। এ ঘটনায় আসমা বেগম নামে আরো এক নারী আহত হয়েছেন। পরে জনতাই ওই ট্রাক ও ড্রাইভারকে আটক করে থানা পুলিশে সোপর্দ করে । নবাবগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত