প্রিন্ট এর তারিখঃ মে ১২, ২০২৫, ১০:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৪, ২০১৯, ৪:৫৮ অপরাহ্ণ
বর্ষীয়ান রাজনীতিবিদ এডভোকেট আমজাদ হোসেনের চির বিদায়

মোঃ নাজমুল সাঈদ সোহেল চকরিয়া কক্সবাজারঃ
আওয়ামী রাজনীতির আপোষহীন এক কিংবদন্তী,চকরিয়া,পেকুয়া তথা কক্সবাজার জেলায় দলের সংকটময় মুহূর্তে আওয়ামীলীগের নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থাকা সহজ-সরল অভিভাবক বর্নাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী বর্ষীয়ান রাজনীতিবিদ কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আমজাদ হোসেন (৬২) মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।সোমবার (২৪ জুন) বিকেল সাড়ে তিনটার দিকে তিনি কক্সবাজার জেলা সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।এর আগে এডভোকেট আমজাদ হোসেন কক্সবাজার আদালত প্রাঙ্গণে স্ট্রোক করেন বলে জানান এডভোকেট রেজাউল করিম রেজা। প্রবীণ এই আইনজীবীর মৃত্যুতে আদালত পাড়ায় শোক বিরাজ করছে। শোকের ছায়া নেমে এসেছে দলের নেতাকর্মীদের মাঝে।
এডভোকেট আমজাদ হোসেন চকরিয়া থানা সেন্টারের বাসিন্দা ও ৩ ছেলে সন্তানের জনক। তিনি ছিলেন চকরিয়ার প্রথম পৌর প্রশাসক।পরিচ্ছন্ন ও ত্যাগী নেতা এডভোকেট আমজাদ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান আওয়ামী পরিবারসহ সর্বস্থরের জনসাধারণ।
নামাজে জানাজার সময়সূচি:
আজ সন্ধ্যা ৭.০০ঘটিকার সময় মরহুমের ১ম নামাজে জানাজা জেলা আইনজীবী সমিতির সামনে,২য় নামাজে জানাজা নিজ গ্রামের বাড়ী পেকুয়া গোঁয়াখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আগামিকাল সকাল ৯.০০ ঘটিকার সময় এবং ৩য় নামাজে জানাজা চকরিয়া উপজেলা কমিউনিটি সেন্টার মযদানে সকাল ১০.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।
Copyright © 2025 দৈনিক তথ্য সংবাদ. All rights reserved.