
ঢাকা ব্যুরো অফিসঃ
ঐতিহ্যবাহী চন্দ্রঘোনা ফোরামের চতুর্থ কার্যনির্বাহী কমিটির ষষ্ঠ সভা ৬ জুলাই ২০১৯, শনিবার বিকাল ৪:০০টায় ফোরামের সম্মানিত সভাপতি স্থপতি জিয়াউল হক চৌধুরীর সভাপতিত্বে ঢাকাস্থ্য বনভবন সম্মেলন কক্ষ (৫মতলা), ১০১ মহাখালী, গুলশান রোড ঢাকা-১২১২ এ অনুষ্ঠিত হয়। সভায় বিস্তারিত আলোচনাশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তসমূহ গৃহীত হয় ।
২০২০ সালের যেকোন সুবিধাজনক সময়ে ব্যাপক উৎসব-আয়োজনের মাধ্যমে চন্দ্রঘোনা ফোরামের যুগপূর্তি উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভার সদস্যদের আন্তরিক অনুরোধের কারনে সম্মানিত উপদেষ্টা জনাব আলী আকবর খান তাঁর স্বেচ্ছা অব্যাহতির আবেদন প্রত্যাহার করেন এবং সংগঠনে বলিষ্ঠ ভূমিকা রাখার অংগীকার ব্যক্ত করেন। সভায় চন্দ্রঘোনা ফোরামের ফেসবুক নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। ফোরামের সম্মানিত সভাপতি সভায় জানান যে, চন্দ্রঘোনা ফোরামের ফেসবুকের দায়িত্ব কার্যনির্বাহী কমিটির কাছে হস্তান্তরের জন্য ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা, সভাপতি ও সাধারন সম্পাদক এবং চন্দ্রঘোনা ফোরাম ফেসবুকের তিনজন এডমিন জনাব জামিল বিন খলিল, জনাব শেখ মাহফুজুর রহমান মাইকেল এবং জনাব আল-সাঈদ চৌধুরী মিশুর সাথে মেসেন্জার গ্রুপে দীর্ঘ আলোচনা হয়। তবে সেই আলোচনা ফলপ্রসূ হয় নাই। এমতাবস্থায় সভায় এইমর্মে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, আগামী জুলাই ১৫, ২০১৯ এর মধ্যে ফেসবুকের সার্বিক দায়দায়িত্ব ফোরামের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তরের জন্য এডমিনগনকে অনুরোধ করা হয়। যদি এই সিদ্ধান্তের অন্যথা ঘটে, ফোরামের সভাপতি এবং সাধারন সম্পাদক মাননীয় প্রধান উপদেষ্টার সাথে পরামর্শ করে পরবর্তীতে ফেসবুক সংক্রান্ত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহন করবেন। সাম্প্রতিক সময়ে সংঘটিত কতিপয় শৃংখলাবিরোধী কর্মকান্ড নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। কার্যনির্বাহী কমিটির উপদেষ্টা জনাব জামিল বিন খলিলের সংগঠন বিরোধী কার্যকলাপ, উপদলীয় কোন্দল সৃষ্টির পাঁয়তারা, বিদ্বেষ এবং বিভেদ সৃস্টির অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় কার্যনির্বাহী কমিটির উপদেষ্টার পদ থেকে তাঁকে অব্যাহতি দেয়া হয়। সভায় বিবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় চট্টগ্রাম শাখা কমিটির মেয়াদ শেষ হওয়ায় চট্টগ্রাম শাখা কমিটির সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত চট্টগ্রাম, নোয়খালী, নর্থআমেরিকাসহ যেকোন শাখাকমিটি গঠন না করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় জানানো হয় যে, চন্দ্রঘোনা ফোরামের গঠনতন্ত্র সংশোধন প্রক্রিয়াধীন আছে এবং সংশোধীত গঠনতন্ত্র অনুসারে পরবর্তীতে শাখা কমিটির গঠন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সভায় কার্যনির্বাহী কমিটির প্রাক-অনুমোদন ব্যতীত চন্দ্রঘোনা ফোরামের নাম-লোগো ব্যবহার করে কোন প্রকার অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়। সভায় বক্তব্য প্রদান করেন চন্দ্রঘোনা ফোরামের সম্মানিত প্রধান উপদেষ্টা ও বিসিআইসি সচিব জনাব আসাদুর রহমান, সম্মানিত উপদেষ্টা ও কাস্টমস কর্মকর্তা জনাব সৈয়দ সাহেদুল করিম সাহেল, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ড: সায়েরা ইউনুস, জনাব সাইফুল্লাহ আরজু, জনাব আলী আকবর খান, সম্মানিত সহ-সভাপতি মিসেস নার্গিস আক্তার, জনাব আহসান হাবীব শুভ্র, মিসেস ইশরাত জাহান ঝুমা, সম্মানিত সাধারন সম্পাদক জনাব এ আই এম মাহাবুবুল মুজিব (সোমী), কেন্দ্রীয় প্রচার সম্পাদক এম. আর. হোসাইন জহির, সাংগঠনিক সম্পাদক এএনএম নুরুল্লাহ তালুকদার কামরুল, অর্থ সম্পাদক উত্তম কুমার দাস, সহ সাধারণ সম্পাদক শেখ মাহফুর রহমান মাইকেল এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ। আর কোন আলোচ্যসূচী না থাকায় সভার সভাপতি স্থপতি জিয়াউল হক চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন। সভাশেষে মাননীয় উপদেষ্টাবৃন্দ এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ নৈশভোজে অংশগ্রহন করেন।