
ফরিদ বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে মেরিন সিটি হাসপাতালে সাবেক এমপি বদির উদ্যোগে সাপ্তাহ ব্যাপী ফ্রি খৎনা ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার ৯জুলাই দুপুরে ৭দিন ব্যাপী খৎনা ক্যাম্প শুরু হয়।আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। টেকনাফ মেরিন সিটি হাসপাতাল খৎনা ক্যাম্প অনুষ্ঠানে প্রফেসর আবু তাহেরের সঞ্চালনায় সভাপতিত্ব করেন,হাসপাতালের চেয়ারম্যান ও প্যানেল মেয়র-৩ কোহিনুর আক্তার।এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান (বদি) সিআইপি। এসময় আরও উপস্থিত ছিলেন, টেকনাফ সদর হাসপাতালের কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া,মেরিন সিটি হাসপাতালের পরিচালক মোহাম্মদ নুরুজ্জামান, রুবেল উদ্দিন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,এলাকার হতদরিদ্র পরিবারের সদস্যগণ সাংবাদিক বৃন্দ প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বদি বলেন,বাংলাদেশের সর্ব দক্ষিনে অবস্থিত আমার প্রাণের মায়া জড়ানো শেষ ভূখণ্ডের আপামর জনসাধারণের স্বাস্থসেবা নিশ্চিত করতে এবং পাশে থেকে সেবা করার লক্ষ্যে এই টেকনাফ মেরিন সিটি হাসপাতাল।তিনি আরো বলেন, খৎনা করা প্রবিত্র ইসলাম ধর্মের একটি নীতি। এটি একটি মহান সুন্নত ও সেবামূলক কাজ। এছাড়া আমার এলাকার গরীব জনগণ চিকিৎসার জন্য ঢাকা-চট্রগ্রামে গিয়ে অতিরিক্ত টাকা ব্যয় করতে হবেনা। এখন থেকে টেকনাফ মেরিন সিটি হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্টারের মাধ্যমে চিকিৎসা সেবা নিতে পারবে।সেবামূলক খৎনা ক্যাম্প এর আয়োজন করতে পেরে মহান আল্লাহুর কাছে শুকরিয়া আদায় করছি।