কাপ্তাই এ কাব স্কাউটিং কার্যক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে সাংগঠনিক সভা।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

বাংলাদেশ স্কাউটস কাপ্তাই উপজেলা শাখার আয়োজনে কাব স্কাউটিং কার্যক্রম বাস্তবায়ন এর লক্ষ্যে সাংগঠনিক সভা বুধবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা স্কাউটস এর কমিশনার খোরশেদুল আলম কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাপ্তাই উপজেলা স্কাউটস এর সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন উপজেলা স্কাউটস এর সদস্য শিক্ষা কর্মকর্তা খুরশীদুল আলম চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, রাংগামাটি জেলা স্কাউটস এর সহকারী পরিচালক ইকরামুল ইসলাম ভুইঁঞা, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্ত নিমি চাকমা, রাংগামাটি জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদব বিজন কান্তি দে, চট্রগ্রাম জেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক হাবিবুল হক। সাংগঠনিক সভায় কাপ্তাই উপজেলা প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কাব স্কাউটস লিডাররা অংশ নেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত