আশ্রয় কেন্দ্রে কাপ্তাই ইউএনও এর খাবার বিতরণ: নিরাপদ আশ্রয়ে আসার জন্য মাইকিং।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যদের মাঝে বুধবার কাপ্তাই উপজেলা প্রশাসনের পক্ষ হতে চিড়া, গুড় বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল আশ্রয় কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়া পরিবারের সদস্যদের হাতে এইসব শুকনো খাবার তুলে দেন। এসময় ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন, জেলা নৌ স্কাউটস লিডার কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য সজিবুর রহমান উপস্হিত ছিলেন।
এদিকে এখনোও পর্যন্ত যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদেরকে নিরাপদ স্হানে আসার জন্য ঝুঁকিপূর্ণ স্হানে গিয়ে নিজে মাইকিং করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এসময় কাপ্তাই তথ্য কর্মকর্তা মো: হারুন সহ স্হানীয় জনপ্রতিনিধিরা উপস্হিত ছিলেন। কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর সদস্যরাও বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী লোকজনদের নিরাপদ স্হানে আসার অনুরোধ জানান।এদিকে গত কয়েকদিনের বর্ষনে রাইখালি- বাংগালহালিয়া সড়কের বড়খোলাপাড়া পাড়া, গোয়ালপুরা সহ কয়েক জায়গায় মাটি পড়ে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, বিকেলের দিকে সড়ক ও জনপদ বিভাগের বুলডেজার দিয়ে মাটি অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত