কালনাগিনী 🐍

নিজস্ব প্রতিবেদক

নিপা সিকদার

তোর কথা ক্ষনশ্বরে
যখন-ই মনে আসে,
এপ্রিলের সেই কালরাত্রি
চোখের সামনে ভাসে।
আদিত্য দেখাতি তুই আমায়
কত্ত ভালোবাসিস–
ছুড়ি হাতে রাক্ষস চোখে
প্রিয়তমার সাথে হাসিস!
চোখের জল ঝড়াতে তুই
ছিটিয়েস মুঠো বালি,
আমি চিল্লাই অঝোরে কণ্ঠে
তুই খুশিতে তালি।
শেষমেশ ভুল বুঝতে পেরে
কি আর হবে বল?
তুই এখন আমার চোখে
কাল নাগিনীর কৌশল ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত