ফয়েস’লেক শান্তিনগর ঝুকিপূর্ণ বসবাসরত ১০০ পরিবার উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

 

এ.এস.রানাঃ

চট্টগ্রাম জেলাঃচট্টগ্রামের ফয়’সলেক এলাকার শান্তিনগর পাহাড়ে মৃত্যুঝুঁকি অবস্থায় দীর্ঘদিন যাবৎ বাস করে আসছে ১০০ পরিবার।আজ জেলা প্রশাসনের উদ্যোগে তা উচ্ছেদ করা হয়। এসময় পাহাড় কেটে কেটে অবৈধভাবে গড়ে উঠা অবৈধ বসতঘরগুলো ভেঙে দেওয়া হয়। বুধবার (১০ জুলাই) পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) তাহমিলুর রহমান, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. ইসমাইল হোসেন ও কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম এ উচ্ছদে অভিযান পরিচালনা করেন। কাট্টলী সার্কেলের সহকারী কমশিনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম, দৈনিক অধিকার কে বলেন, পাহাড় ব্যবস্থাপনা কমিটির তালিকা অনুযায়ী ১৭টি ঝুঁকিপূঁর্ণ পাহাড়ে ৮৩৫টি পরিবার চিহ্নিত করা হয়।তারমধ্য ফয়েসলেক এলাকায় অনেক রয়েছে।বার বার তাদের নোটিশ দিয়ে বলা হলেও তারা কিছুতেই শুনছেন না। তাই আজ উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফয়’সলেক এলাকার পাহাড়গুলোতে মৃত্যুঝুঁকি নিয়ে অবৈধভাবে পাহাড় দখল করে বসবাসরত ১০০ পরিবারকে উচ্ছেদ করা হয়। সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনাগুলোও ভেঙে দেওয়া হয়। তিনি আরো বলেন, এখানে পাহাড় কেটে ঝুঁকিপূর্ণভাবে পরিবারগুলো বসবাস করছে। আমরা অভিযান পরিচালনা করতে এসে পাহাড় কাটার এমন ভয়াবহ চিত্র দেখে পরিবেশ অধিদফতরের কর্মকর্তাদের খবর দেই। উনারা ঘটনাস্থলে এসে অবৈধভাবে পাহাড় কাটার প্রমাণ পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা করার প্রস্তুতি নিয়েছেন। উল্লেখ্য পাহাড় সংরক্ষণ ও ব্যবস্থাপনা কমিটির তালিকা অনুযায়ী ১৭টি ঝুঁকিপূঁর্ণ পাহাড়ে মৃত্যুঝুঁকি নিয়ে ৮৩৫টি পরিবার বসবাস করছে। গত ১৬ মে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ১৯তম সভায় এসব পরিবারকে ১৫ জুনের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান। জেলা প্রশাসন জানায়,আগামী ১৭ জুলাই পর্যন্ত বাকি পাহাড়গুলোতে উচ্ছেদ অভিযান চালানো হবে।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত