
— মোঃ কামরুল ইসলাম।
তুমি চলে গেলে মা মেঘলা আকাশে
নিরীহ চোখ,কনকনে শীতে, রাতে কুয়াশা জমে
স্মৃতির নোনা জলে রেলস্টেশান দাড়িয়ে নিঃসঙ্গ আমি কলাভবন খোঁজে । যখন তখন নেমে পড়ি কে যেন আমায় নামিয়ে দেয় যেন অচেনা শহর । তুমি তো স্বপ্নের দেশে সেই বাঁশ বাগানে,হৃদয় কাঁদে মোর অন্ধকারে,আত্মকেন্দ্রিক ভবে। কেউ দেয় না বাড়িয়ে হাত তুমি যে লুকিয়ে রইলে অনাবাদী ভবে । চার দশক ভব সংসারে অবিরাম যেন লড়াই ক্লান্ত,নির্জীব,নির্ঘুম সৈনিক,পায়নি সাতরঙ্গা বিকেল অজানা তাড়নায় পাইনি আমি এখনও আমি আয়েসি সকাল। সুবাসিত ফুলে বাসর রাতে বালিকা বধু কথন । মনে হয় আজি সূর্যের রঙ্গের চেয়ে ও তুমি অনন্য তুুমি মেঘলা আকাশে নয়,তুমি নীল আকাশে – তুমিই ছিলে ঝর্নাধারার গতিময়তা শ্রদ্ধা ভালবাসার তুমি আমার অলিখিত কাগজ। বেদনার স্মৃতি হয়ে তুমি আমায় আজ ও কাদাঁও পূর্নিমার চাঁদ উঠে না চিত্তে সর্বএ নিমিষে অন্ধকার
শালিক নিয়েছে কেড়ে নিদ্রা নিঃশব্দ ভবে যেন শুধু আজ অন্ধকার।
————————————–