
মোঃ কামরুল ইসলাম
ভোরের আলোয় সর্বএ সবাই আজি দেখক
মজার এই দুনিয়ায় সবাই মজা নেয়,যত রাতে
কেউ কথা শিল্পী,কেউ কবি, কেউ লেখক।
ঘুম চোখ কচলে দেখা যায়, ঘরে হঠাৎ
সবাই বড় মিয়া,মিয়ার উপবনে খেলা করে আজি চাঁদ। ঘন কুয়াশা,প্রসারের মোহে,আঁকা বাঁকা যদি ও সেই পথ গোপন রাএি,গাছের শরীর ছিঁড়ে
খেলা করে আজ কুন্ঠিত বাকল।
চারদিকে ঝড়,সকলে নীরব,নিথর
মিয়ার তবুও অযথা রঙ্গিন কাহন।
আমি কম কিসে,নয় কেউ পিছে
ঠোঁটের অল্প ফাঁকে যতটুকু মোর কলরোল।
আজ হয় না লেখালেখি কত কাহন,কত পুরুস্কার কত যে অভিবাদন তবুও,সবাই মোরা কবি।
ভবে চায় না কেউ খানিকটা দুঃখ
অন্যায়ের সাথে আপোস করে সকলেই
হতে চায় আজ দ্রুত বড়জন ।
দক্ষিনের বুক ভাঙ্গা বাতাস
কর্ণে কারও রঙ্গিন রশি,কারও দুটো দুল
কেউ নারী,কেউ পুরুষ
সাদা বললে ওরা শুনে নীল
দেখে ভিন্ন,তাদের নাকি দূরদর্শী চোখ।
এলোমেলো ভাবনা,আমি কুড়াই দূর্বাঘাস
জল পড়ে পাতা নড়ে,একেক দিন বৃষ্টি নামে
নুপুর পায়ে সবাই নৃত্য করে আজ।
ভুল তবুও ভুল নয়,চেষ্টা অবিরত
আমি হয়ত থাকব না এই ভবে
কোন একদিন
তবে স্বকর্মে ধন্য হোক,সব আবুল বারাকাত।