কাপ্তাই পাহাড় ধ্বসে নিহত পরিবারকে জেলা পরিষদের চেক প্রদান।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাইয়ে রাইখালী কারিগড় পাড়ায় গত ১৩ই জুলাই শনিবার সকালে বাগান হতে ফেরার সময় প্রবল বর্ষনের ফলে পাহাড় ধ্বসে দুইজন নিহত হয়। নিহতরা হলেন চট্টগ্রামের রাউজান বাসী অটল বড়ুয়া(৫০) ও কারিগড় পাড়ার কংহ্লাসাইন মারমার ছেলে সুইহ্লাউ মারমা(৪০)। জানা যায়, কারিগড় পাড়ায় নিজস্ব বাগানে পরিচর্যার জন্য অটল বড়ুয়া সুইহ্লাউ মারমাকে কেয়ার টেকার হিসেবে দায়িত্বে রেখেছিলেন। গত শনিবার সকালে প্রবল বৃষ্টির মধ্যে বাগান হতে ফেরার সময় তারা মাটি চাপায় মৃত্যু হন। এই ঘটনায় ৪ জন আহত হয়। এছাড়া গত ৮ জুলাই সোমবার কাপ্তাই এর চন্দ্রঘোনা কেপিএম হাসপাতাল এলাকায় পাহাড় ধ্বসে স্হানীয় আব্দুর গফুরের মেয়ে তাহমিনা আক্তার( ২৫) এবং বাবুল মল্লিকের ৪ বছরের শিশু পুত্র সূর্য্য মল্লিক নিহত হন। আহত হন নিহত তাহমিনার মা বাবা। সোমবার(১৫ জুলাই) নিহত সুইহ্লাউ মারমা পরিবারকে জেলা পরিষদ হতে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়। এসময় সুইহ্লাউ মারমার স্ত্রী মাউচিং মারমা উপস্থিত হয়ে ২০(বিশ) হাজার টাকার চেক গ্রহণ করেন। রাইখালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান কক্ষে এই চেক বিতরন করেন জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, ভাইস চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ২নং রাইখালী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, রাইখালী ইউনিয়ন আঃলীগ সাধারন সম্পাদক ইউসুফ কার্বারী, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন, ইউপি সদস্য মো: নাছির, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি- আল আমিন, রাইখালী ইউপির ছাত্রলীগ সভাপতি মোঃ সালাউদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি বাপ্পা বড়ুয়া। এদিকে সোমবার(১৫ জুলাই) ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে গত ৮ জুলাই কেপিএম হাসপাতাল এলাকায় পাহাড় ধ্বসে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে পরিবার প্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা নিহত পরিবারের সদস্যদের হাতে এই চেক তুলে দেন। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সহ ইউপি সদস্যরা উপস্হিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত