রানা চট্টগ্রাম সংবাদদাতা :
আনোয়ারা থানার দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাসির(৩৫) প্রকাশ, মামুন নামের এক শীর্ষ সন্ত্রাসী, বাইক চোর ও মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন।তিনি শুধু মাদক ব্যবসায়ী নন, তিনি দক্ষিণ চট্টগ্রামের বিখ্যাত একজন বাইক চুরির সিন্ডিকেটের প্রধান বলে জানা গেছে।বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধ করে দাপিয়ে বেড়িয়েছে। মামুন বোয়ালিয়া গ্রামের ৫নং ওয়ার্ডের কালু মিয়ার ছেলে।
এই ব্যাপারে আনোয়ারা থানার সাথে কথা বললে, ও সি দুলাল সাহেব জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদ এর ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। মামুন পুলিশের তালিকাভুক্ত ১৯ টি মামলার আসামি। তারমধ্যে ১২ টির ওয়ারেন্ট রয়েছে।তিনি আরো জানান,মামুন দীর্ঘদিন যাবৎ মাদক অস্ত্র ব্যবসা, ধর্ষন,ও বাইক চুরির কার্যক্রম চালিয়ে যাচ্ছিলো। এই সুত্রে তার দেয়া তথ্য অনুসারে অস্ত্র ও মাদক উদ্ধারে বের হন আনোয়ারা থানা পুলিশ। তাকে নিয়ে আনুমানিক রাত সাড়ে ১টার দিকে দুধকুমরা এলাকায় পৌছালে,তার (মামুন) এর অন্য মাদক ব্যবসায়ীরা মামুন কে ছিনিয়ে নেয়ার জন্য পুলিশ কে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় ১০ মিনিট গুলিবিনিময় হয়।পরে দেখা যায় গুলি খেয়ে নাসির (মামুনের) রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পড়ে আছে। এইসময়, পুলিশের এ এস আই পলাশ ও কনস্টেবল আকিবুর আহত হন।
পুলিশ আরো জানান, পরে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে দেশীয় তৈরী ২ টি এলজি , কয়েক রাউন্ড গুলি পাওয়া যায়।