
কাপ্তাই প্রতিনিধিঃ
অতিরিক্ত বর্ষনে কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা পাহাড়িকা উচ্চ বিদ্যালয়ের চলাচলের রাস্তায় পাহাড় ধ্বসে মাটি পড়ায় চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা। গতকাল( রবিবার) এবং আজ( সোমবার) স্কুলের শিক্ষক এবং শিক্ষার্থীরা নিজেরাই সড়ক হতে মাটি অপসারণ করে কোন রকমে চলাচলের পথ বের করেছেন। পাহাড়িকা স্কুলের প্রধান শিক্ষক হারুনুুর রশিদ এই প্রতিবেদককে জানান, টানা বর্ষনে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল অডিটরিয়াম সংলগ্ন রাস্তায় পাহাড় ধ্বসে পড়ে,গাছ পড়ে এবং পানি উঠে অতিরিক্ত কদমাক্ত হয়ে যায়, ফলে অত্যন্ত ঝুঁকি নিয় স্কুলের কয়েক শতাধিক শিক্ষার্থী এবং শিক্ষকরা এই সড়কে চলাচল করছে। স্কুলের সিনিয়র শিক্ষক লাভলী বড়ুয়া জানান, স্কুলের এই সড়কটি এতো বেশী কদমাক্ত হয়েছে যে, অত্যন্ত কষ্ট করে এই সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। তাই তারা শিক্ষার্থী এবং স্কুলের স্কাউটস সদস্যদের নিয়ে মাটি অপসারণ করে ঝুঁকি নিয়ে চলাচল স্কুলের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাঁরা এই বিষয়ে প্রশাসনের সহায়তা কামনা করেছেন। এদিকে এই বিষয়ে জানতে চাওয়া হলে ১ নং চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী জানান, বৃষ্টি কমার সাথে সাথে সড়কটি দ্রুততার সাথে মেরামত করা হবে। এই বিষয়ে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল এর দৃষ্টি আর্কষন করা হলে তিনি জানান, রাস্তার গুরুত্ব অনুযায়ী বরাদ্দ সাপেক্ষে রাস্তাটি মেরামত করা হবে।