পবিএ হজ্জ্ব পালন ও দোয়া কামনা।

নিজস্ব প্রতিবেদক

 

ইউনেস্কো ইয়ৎ ক্লাব অব চট্টগ্রামের অর্থ সচিব,আই ভিশন বিশেষজ্ঞ জনাব মোঃ নুরুল ইসলাম ভুঁইয়াআগামী ২৮/৭/১৯ ইং পবিএ হজ্জ্ব পালনের উদ্দেশ্যে সৌদিআরব গমন করবেন। তার সাথে তার স্ত্রী শায়ল চৌধুরী তুহিনও পবিএ হজ্জ্ব পালন করবেন। মিসেস তুহিন বর্তমানে একটি এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্টানে ইংরেজী সাহিত্যে অধ্যাপনা করছেন। নুরুল ইসলাম ভূঁইয়া মিরশ্বরাই কাটাছরা ইউনিয়নের সম্ভ্রান্ত ভুইঁয়া পরিবারে জম্ম গ্রহন করেন। প্রথমে দূর্গাপুর ন.চ.উচ্চ বিদ্যালয়,নিজামপুর সরকারী কলেজ ও পাহাড়তলী চক্ষু হাসপাতাল হতে
প্রশিক্ষন শেষে আই ভিশন এর উপর উচ্চতর ডিগ্রী লাভ করেন। বর্তমানে জালালাবাদ চক্ষু হাসপাতালের প্রতিষ্টাতা ও ব্যবস্হাপনা পরিচালক। গতকাল জনাব নুরুল ইসলাম ভুুঁইয়ার বিশেষ আমন্ত্রনে তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন তার সহপাঠি ঘনিষ্টজন হিসাবে সুপরিচিত ইউনেস্কো ইয়ৎ ক্লাব অব চট্টগ্রামের সাধরন সম্পাদক মানবাধিকার কর্মী,কবি
ও লেখক আজকের কর্ণফুলী র সম্পাদক মোঃ কামরুল ইসলাম।মোঃ কামরুল ইসলাম ক্লাবের পক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন ও সুস্বাস্হ্য দীর্ঘায়ু কামনা করেন।এই সময় লেখকের স্ত্রী আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা মিসেস সেলিনা পারভীন উপস্হিত ছিলেন।

(প্রেস বিজ্ঞপ্তি)

 

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত