সাংসদ দীপংকর তালুকদারের পক্ষে কাপ্তাই এ কৃষকদের মাঝে গাছের চারা বিতরণ।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

রাংগামাটি থেকে নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারের পক্ষ হতে কাপ্তাই উপজেলায় কৃষকদের মাঝে ১৫০০ ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। মঙ্গলবার(২৩ জুলাই) উপজেলা কৃষি বিভাগ চত্ত্বরে ৫ টি ইউনিয়নের কৃষকদের হাতে এই চারা তুলে দেওয়া হয়। এসময় কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান রাংগামাটি জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মফিজুল হক, কাপ্তাই উপজেলা আ’লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান অংসুছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ, ৫ নং ওয়াগ্গা ইউপি চেয়ারম্যান চিরন্জিত তনচংগ্যা, ২ নং রাইখালি ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল আলম চৌধুরী, সহকারী কৃষি কর্মকর্তা মংসুইপ্রু মারমা, রাইখালি ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ইউসুফ কার্বারী, চিৎমরম ইউনিয়ন আ’লীগ সভাপতি নেথোয়াই মারমা, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা এবং স্হানীয় কৃষকরা উপস্হিত ছিলেন।।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত