
আজকের কর্ণফুলী ডেস্কঃ
চট্টগ্রামের মুরাদপুর ফ্লাইওভারের ওপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার রাত সোয়া ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই যুবক হল রাঙ্গুনিয়াে উপজেলার পদুয়া ইউনিয়নের মো. আব্বাস আলী (১৯) ও চট্টগ্রামের বদ্দারহাটের মাঝির পাড়া এলাকার মুন্না (১৮)। আহত দুজন হলেন রাফি (২২) ও রিফাত (২২)। তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।