রওজা——(ফটিকছড়ি মাইজভান্ডার বাবা)

নিজস্ব প্রতিবেদক

মোঃ কামরুল ইসলামঃ

নবীর রওজা ছুঁয়ে মস্তক নত বাসনা অামার
দয়া কর প্রভু,কোন না কোন একদিন-
বাসনা কার্যকরে বলবে কেউ
ও আল্লাহ হারাম।

দেখেছি কত মানুষ আসে যায় বাবার দরবারে
ফটিকছড়ি বাবা মাইজভান্ডার
কেউ কি রাখে তার খবর-
কেউ বলবে শিরক,শিরক মূলত ঈমানের কবর।

দেখেছি আমি অাজমীর,বাবা চিশতি খাজা
দেখেছি দিল্লী,পীরে নিজাম আউলিয়া।

গ্রাম থেকে শহর,হাজার হাজার মাইল
বাবা ভক্তি,বাবা বলে করছে মিথ্যে জয়গান।

বাবা চিশতি খাজা-
নুরের জ্যোস্নায় নীলিমা দেখব ভেবেছি আমি কত
দেখেছি ভন্ডের প্লাবন বাবা তোমার কাননে শত।

বেদনার মেঘ জমেছে বাবা বৃক্ষে লতায়,মন্জরী
ইসহালে ছওয়াব নাকি ওরশের অন্য একটি দিক।

ওরশ করো না আমার রওজায় বলেছে বিশ্ব নবী
চারদিকে তীব্র নিঃশ্বাসে দেখেছি শুধু ভন্ডামী।

লঞ্চ চলে, জাহাজ চলে, চলে কত কি
জীবন নদীর প্রবাহ বাবা আজও থেমে থাকে নি।

তোমার গভীরতায় নেই দ্বিধা,নেই সন্দেহ আমার
শ্রদ্ধা ভক্তি বিশ্বাস অামার রয়েছ শত।

হাতের রেখা গুলো ও সিজদা করে তোমার
তুচ্ছ করে নিদ্রা পুষ্পান্জলী দেয় -সেইতো তোমার আমার প্রভু
নামাজ পড়েনি ওরা রাখেনি রোজা
তাও ফজরের ফরজ-
তোমার দরবারে অযথা অতি ভক্তি
দবদবে তাদের পান্জাবী,পায়জামা,সুন্দর কথন
সুগন্ধে আঁতরে আঁতর।

জানে না তারা,অতি উচ্চে আল্লাহর বন্ধু যারা
করো না তাদের অবজ্ঞা অবহেলা
অপবাদে করো না জর্জরিত।

শিরক থেকে দুরে থাক-
হালাল খাও,নামাজ পড় বেলায়েতের শিক্ষা নাও।

পরনিন্দা ছেড়ে,ঝলছে তুমি উঠ
দম্ভ,অহমিকা, ভনিতা তুমি ছাড়
শুধু একমাএ আল্লাহ কে স্মরন কর ।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত