সেই মেয়েটি।

নিজস্ব প্রতিবেদক

………..মোঃ কামরুল ইসলাম

আঁকা বাঁকা চোখে,এলোমেলো কেশে
মেয়েটি শুধু হাসে-
সেই মেয়েটি।
দু,চোখে মেয়েটির গভীর ব্যাকুলতা
কি যেন বলতে চায় আমায়-
নীল আকাশে মিশে যায় সেই কথা
আবার মনে হয় নদীতে কল্লোল তুলে মিশে যায়
সাগরে –
প্রতিটি ক্ষণে ক্ষণে আমার অস্হিরতা বাড়ে
বাতাসের সঙ্গে কথা বললাম,বললাম বৃষ্টির সঙ্গে
বাতাস বলে না কথা, দেয় ঝাঁকিয়ে
বৃষ্টি বলে না কথা দেয় ভিজিয়ে
লজ্জ্বায় আমি রেখেছি মুখ ঢেকে
ইচ্ছে পূর্ণ হয় না জানি বাস্তবতায় মিশে-
ইচ্ছে হয়েছে তখনই মেয়েটির নাভি নিম্ম নদীতে
ভাসাই আমার তরী
মেয়েটি শুধু হাসে
সেই মেয়েটি।
মেয়েটির সুডৌল নিতম্ব অঞ্চল
মনে হয়েছে আমার ভালবাসার জমিন
ইচ্ছে হয়েছে সেই জমিনে আমি পা ফেলি
প্রতিটি ক্ষণে
নয় মাস পর পর মেয়েটি একটি করে ফুটাবে বকুল
মেয়েটি শুধু হাসে
সেই মেয়েটি।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত