
গতকাল ২৫/৭/১৯ Facd- Cab, চট্টগ্রাম জোন কতৃক আয়োজিত জিইসি কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক শিক্ষা মেলায় উদ্ধোধনী অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ব্যারিষ্টার মনোয়ার হোসেন। উক্ত অনুষ্টানে কক্সবাজার ইন্টারন্যাশানাল ইউনিভার্সিটির প্রতিষ্টাতা ও facd-cab চট্গ্রাম সভাপতি লায়ন মোঃ মজিবুর রহমান সহ
বিশিষ্টজন উপস্হিত ছিলেন। প্রসিড অন স্টলে ছাএ অভিভাবকদের উচ্চ শিক্ষার্থে পরামর্শ দিচ্ছেন facd-cab এর সাধারন সম্পাদক ও প্রসিড অনের সিও অধ্যাপক নুরুল বশর সুজন। পাশে উপস্হিত আছেন প্রসিড অনের কনসালটেন্ট -লেখক ও মানবাধিকার কর্মী মোঃ কামরুল ইসলাম,ব্যবসা উন্নয়ন কর্মকর্তা মেজবাহ উদ্দিন তুষার সহ প্রমুখ। দীর্ঘ প্রায় ২ যুগ ধরে চট্টগ্রামে সুনামের সাথে প্রসিড অন উচ্চশিক্ষায় ছাএ ছাএীদের
সহযোগিতা করে আসছে।
প্রেস বিজ্ঞপ্তি,