বিশেষ প্রতিনিধিঃঃ
চট্টগ্রাম মহানগর বিভিন্ন স্হানে ঘুরে ঘুরে মোটরসাইকেল চোরের সংঘবদ্ধ চার সদস্য কে মোটরসাইকেল সহ গ্রেফতার করে পাহাড়তলী থানা পুলিশ। জানা যায়, আজ গোপন সংবাদমাধ্যমে পাহাড়তলী থানার আওতাধীন সংঘবদ্ধ মোটরসাইকেল চোরের চার সদস্য মোটরসাইকেল সহ হাতেনাতে ধরতে সক্ষম হয় পাহাড়তলী থানা পুলিশ। মোটরসাইকেল চোর চক্রের চার সদস্যের চুরি করা চারটি মোটর সাইকেল সহ চুরি সারঞ্জাম উদ্ধার করে। শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো, রফিকুল ইসলাম রিপন (৩৬), সাহাব উদ্দিন সাবু (৩৮), রাসেল (২৩) ও জাহাঙ্গীর আলম শিমুল (২৮) মোটরসাইকেল চোর গ্রেফতার নিশ্চিত করে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঈনুর রহমান বলেন, গ্রেফতার চারজন মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা নগরীতে ঘুরে ঘুরে চুরি করে।তাদের বিরুদ্ধে আগেও মামলা ছিলো। আবারও নতুন মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।