কাপ্তাই প্রতিনিধিঃঃ
কাপ্তাইয়ের শিলছড়িস্থ বাংলাদেশ স্কাউটসের চট্টগ্রাম আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মায়াবনে বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে এবং কাপ্তাই উপজেলা স্কাউটস এর সহোযোগিতায় উৎসব-উদ্বীপনার মধ্য দিয়ে শনিবার(২৭ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে বিপন্ন প্রজাতির বৃক্ষের বাগান সৃজন কর্মসূচি ২০১৯। স্কাউটস এর আঞ্চলিক পরিচালক জাহিরুল মান্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলাদেশ স্কাউটস এর সমাজ উন্নয়ন ও স্বাস্হ্য বিভাগের জাতীয় উপ কমিশনার মো. নুরুল ইসলাম। এসময় চট্টগ্রাম জেলার আঞ্চলিক রোভার সম্পাদক বেলাল আহমেদ, কাপ্তাই উপজেলা স্কাউটস এর কমিশনার খুরশেদুল আলম কাদেরী, জেলা নৌ স্কাউটস লিডার কাপ্তাই নৌ বাহিনী স্কুলের উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল আলম, মিরপুর বাংলা কলেজের অধ্যাপক রসায়নবিদ আক্তারুজ্জামান উপস্হিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলার স্কাউটস এর সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু। অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা স্কাউটস এর সদস্যরা উপস্হিত ছিলেন।