
আজকের কর্ণফুলী ডেস্কঃ
আজ চট্টগ্রাম বিভাগীয় কমিটির এক সাংগঠনিক সভা
কেন্দ্রীয় মহাসচিব ইস্কান্দর আলী হাওলাদের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় অতিথি হিসাবে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বিভাগীয় কমিটির সভাপতি লায়ন মোঃ দিদারুল ইসলাম। এবং কেন্দ্রীয় দপ্তর সচিব
সিকদার আবুল কালাম আজাদ,আন্তর্জাতিক সচিব একেএম নুরুল বশর,সাহিত্য ও সাংস্কৃতিক সচিব খন্দকার রেহান উদ্দিন,সহ- সাংগঠনিক সচিব মোঃ জাকির হোসেন।এতে অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বিকেএ চট্টগ্রাম বিভাগীয় কমিটির উপদেষ্টা কবি ও আজকের কর্ণফুলী পএিকার প্রধান সম্পাদক মোঃ কামরুল ইসলাম ও বিভগীয় উপদেষ্টা মাহতাব উদ্দিন।এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিকেএ বিভাগীয় সাধারন সম্পাদক কাজি শাহরিয়া আজিম,বিভাগীয় কর্মকর্তা ও হাটাজারি উপজেলা ভাইস চেয়ারম্যান শামিমা আফরিন মুক্তি, বিকেএ মহিলা বিষয়ক সম্পাদিকা শাহনাজ ইসলাম,বিভাগীয় কর্মকর্তা কবিরুল ইসলাম,সাজিদ ইকবাল,নাজিম উদ্দিন,কামাল পাশা,মোক্তার আহমেদ, আবিদা সুলতানা, লুবনা হুমায়ুন সুমি,মোঃ নজরুল ইসলাম। এতে উপস্হিত ছিলেন কচিকন্ঠ বিদ্যালয়ের পরিচালক আনোয়ারা শাহরিয়া রেনু সহ অনেকে। কেন্দ্রীয় মহাসচিব তাঁর বক্তব্যে বলেন,সকলকে ভেদাভেদ ভুলে সংগঠনকে শক্তিশালী করতে হবে। কারও প্ররোচনায় কখন বিভেদ যাতে সৃষ্টি না হয় সেই দিকে সতর্ক থাকার দিক নির্দেশনা দেন। তিনি বলেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েন শিক্ষা ব্যবস্হার উন্নয়নে কয়েক যুগ ধরে কাজ করছে। বাংলাদেশে আমরা ও এই সংগঠন রেজিস্টেশান,বই, বৃত্তি সহ সকল দাবি আদায়ে সফল হয়েছি। আগামিতে সকলের সার্বিক সহযোগিতা কামনা
করেন। বিভাগীয় সভাপতি লায়ন দিদারুল ইসলাম বলেন সকল অসঙ্গতি দুর করে আমরা ভবিষৎ এ সুন্দর ভাবে সংগঠন পরিচালনা করতে চাই। মানবাধিকার কর্মী ও বিকেএ উপদেস্টা মোঃ কামরুল ইসলাম বলেন সকল বিভেদ ভুলে সাংগঠনিক ভিত্তি মজবুত করে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।