‘পদ্মা সেতুতে মাথা লাগবে বলে গুজব ছড়াচ্ছে একটি চক্র’

নিজস্ব প্রতিবেদক

পদ্মাসেতুতে মানুষের মাথা লাগবে বলে একটি চক্র সারা দেশে গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন। তিনি বলেন, শিবচর ও জাজিরা এলাকায় মানুষের মাথা কাটার মত কোনো ঘটনা ঘটেনি। শনিবার আটটি শিক্ষা প্রতিষ্ঠানে তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মাদারীপুরের শিবচরে একটি গুচ্ছগ্রাম, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সংসদীয় কমিটির এ সাধারণ সম্পাদক বলেন, মাথা কাটার ঘটনা যেহেতু আমার এলাকায় ঘটেনি, অন্য এলাকায় কেনো ঘটবে। আসলে এটি একটি ষড়যন্ত্র। আওয়ামী লীগ সরকারের উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে একটি চক্র এ ধরনের গুজব ছড়াচ্ছে। নূর-ই-আলম চৌধুরী লিটন বলেন, তবে গুজবে দেশের উন্নয়ন ব্যাহত করা যাবে না। এ রকম আরো অনেক ষড়যন্ত্র আসবে, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবিলা করেই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে আরো উন্নতির দিকে নিয়ে যাবেন।
অনুষ্ঠানে চিফ হুইপ তার ছোট বোন ও তার স্বামীর উদ্দেশে বলেন, অতীতে শিবচরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানকে তারা অনুদান দিয়েছেন। আজো ৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে ২৫ লাখ টাকা করে মোট ২ কোটি টাকা অনুদান প্রদান করায় শিবচরবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমানে শিবচরে নদী ভাঙন ও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে, আপনারা সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ান। প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করুন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ হুইপের ছোট বোন তারেক মোহাম্মদ হায়দার ট্রাস্টের পরিচালক নীপা চৌধুরী। এছাড়া তার স্বামী ট্রাস্টের চেয়ারম্যান হায়দার হোসেন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুনির চৌধুরীসহ অন্যরাও উপস্থিত ছিলেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত