
কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাইয়ে রাইখালী ইউনিয়নের ডংলানা হতে বাঙ্গালহালিয়া যোগাযোগ সড়কটি আজ দীর্ঘ বছরকে-বছর কোন সংস্কার না থাকায় জনসাধারনের চলাচল অক্ষম হয়ে পরে। রাইখালী ইউনিয়নে বড়খোলা পাড়া হয়ে পুর্বকোদালা, খন্তাকাটা, ডংলানা, পশ্চিমকোদালা ও বাঙ্গালহালিয়া ইউনিয়নের যৌথখামার, ধুল্যাপাড়া, ডাকবাংলা পাড়ার বাসীর একমাত্র যোগাযোগ সড়ক এটি।
পশ্চিম কোদালা গ্রামের বাসী রফিক আহম্মদ জানান- বাঙ্গালহালিয়া কিংবা রাইখালী বাজারে যাওয়ার একমাত্র আমাদের যোগাযোগ সড়ক শুধু এই রাস্তাটি। এ বর্ষা মৌসুমে মাটি ধ্বসে গিয়ে রাস্তায় বিভিন্ন স্থানে ক্ষতবিক্ষত হয়ে যোগাযোগের ক্ষেত্রে আরো বেশি সমস্যা-সম্মুখিনে আমরা। রাইখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ এনামূল হক নিজ উদ্যোগে বাঙ্গালহালিয়া হতে ডংনালা যোগাযোগ সড়কে ৬০ জন যুবক কে নিয়ে স্বেচ্ছাশ্রমে ৪ কিলোমিটার রাস্তা পরিষ্কার করেন। এসময় যুবকদের সাথে চেয়ারম্যান মহোদয় নিজেই রাস্তার জঙ্গল পরিষ্কার করেন। ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক জানান- এই এলাকায় জনসাধারনের যোগাযোগ সড়কে দীর্ঘদিন ধরে সমস্যার কথা জানতে পারি। সরকারি ভাবে এই রাস্তায় সংষ্কারের জন্য কোন দপ্তর থেকে বরাদ্দ বা অনুদান না থাকায় আমি নিজেই এলাকায় কয়েক যুবককে নিয়ে এই রাস্তার আশেপাশে জঙ্গল পরিষ্কার করার উদ্যেগ নিয়েছেন বলে আজকের কর্ণফুলী প্রতিবেদক জানান।