
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধি,চট্টগ্রামঃ
আর্থ মানবেতার সেবাই নিয়োজিত অরাজনৈতিক সংগঠন রাঙ্গুনিয়া সরফভাটা ইউনিয়নে প্রতিষ্ঠিত সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের পক্ষ থেকে মুখোশধারীর গুলিতে নিহত শহিদুলের পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। ২৯ জুলাই সোমবার সরফভাটা ফ্রেন্ডস গ্রুপের অর্থ সম্পাদক মোঃ ওবাইদুল্লাহ্ ও সদস্য মোঃ আলমগীরসহ কয়েকজনের উপস্থিতিতে এ আর্থিক সাহায্য হস্তান্তর করা হয়। শহিদুলের পরিবারের পক্ষে আর্থিক সাহায্যগুলো গ্রহণ করেন সরফভাটা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আলমগীর । অর্থ সম্পাদক ওবাইদুল্লাহ্ বলেন, অসহায় দুখী মানুষের পাশে দাড়ানো এ সংগঠনের একটা অন্যতম উদ্দ্যেশ্য। ইতোমধ্যে এরকম অনেক অসহায়ের পাশে আমরা দাড়িয়েছি। সামনেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য গত ১৪ জুলাই রবিবার রাত ৩টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের হাজারীখীল এলাকার আব্দুল গফুরের একমাত্র ছেলে সিএনজি অটোরিকশা চালক মোহাম্মদ শহিদুল ইসলামকে(৩৩) কিছু মুখোশধারী সন্ত্রাসী গুলি করে। মুখোশধারী সন্ত্রাসীদের গুলিতে আহত শহিদুল ৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ১৯ জুলাই চট্টগ্রাম মেডিকেলে মারা যান। পরিবারের একমাত্র কর্মক্ষম মানুষটিকে হারিয়ে বর্তমানে একরকম মানবিক বিপর্যয়ে দিন কাটাচ্ছে শহিদুলের পরিবার।