ফরিদা বাবুল, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে সাড়ে১৯লাখ টাকার মূল্য মানের৩হাজার৯শ’পিস
ইয়াবা-মোটরসাইকেলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব১৫।এসময় তাদের থেকে ৩হাজার ৯শ’পিস ইয়াবা উদ্ধার করা হয়।আটককৃতরা হচ্ছেন,চট্টগ্রাম করিমগঞ্জ এলাকার মৃত অলি আহাম্মদের ছেলে মোঃ শাহজাহান(৪০)একই জেলার ধনিয়ালাপাড়ার মৃত আব্দুল শুক্কুরের ছেলে আব্দুল গফুর(৩৫)।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব(এক্স)বিএন বলেন,সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায়।টেকনাফ পৌরসভা এলাকা হতে মোটরসাইকেলযোগে ইয়াবা নিয়ে মাদক ব্যবসায়ীরা মেরিন ড্রাইভ হয়ে কক্সবাজার যাবে।মেরিন ড্রাইভ সড়কে শাপলাপুর মনখালী ব্রীজের উপর চেকপোষ্ট বসানো হয়।একটি মোটরসাইকেলযোগে দুইজন আরোহী চেকপোষ্টে পৌঁছলে থামানোর জন্য সিগন্যাল দিলে থামায়।আরোহীত দুইজনকে গাড়ি থেকে নামিয়ে জিজ্ঞেসাবাদের একপর্যায়ে স্বীকার করে মোটরসাইকেলের তৈলের ট্যাংকির নিচে ইয়াবা লুকায়িত রয়েছে।ট্যাংকির নিচে প্যারাসুট নারিকেলতৈল বোতলের ভিতর পলিথিন দ্বারা মোড়ানো ৩হাজার ৯শ’পিস ইয়াবা বড়িসহ তাদের আটক করতে সক্ষম হয়।এসময় মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ১৯লাখ টাকা।আটকদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরসহ তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।