
মোঃ কামরুল ইসলাম।
মেঠো পথে আমি অনন্তে অজানায়
পৃথিবীর বুক ছুঁয়ে
নিধারুন স্বার্থ,ক্ষণিকে দল বদল
পরস্পরের নাম,ঠিকানা
ভাড়া বাড়িতে থাকি আমি
আমার ছোট্ট একটি ঘর।
সারাদিন এলোমেলো কথা বলি
এলোমেলো লোক
চারদিকে শুধু বিজ্ঞাপন
সুবিধাবাদীর খপ্পর।
মরা পাতা উড়ে,বানিজ্য জাহাজ নড়েচড়ে
লজ্জ্বাহীন ইশারায় আলোকিত ভুবন
তবু ও অন্ধকার নামে
প্রেমের মুল ধরে আমি টানতে পারিনা
আমিই বড়ই আহাম্মক।
সেপ্টম্বর,জানুয়ারি রুপালী মাছের দেশ
আমার গর্ভধারিণী ও পিতা
যতদুর যাই, জানি না আমি
রাস্তার বিবরণ।
বাতায়ন পাশে রাতের তারকারা
নড়েচড়ে বসে
আমার ক্লান্ত নিথর দেহ
শুধু নেএে ঝরে জল
না বলা কথা, হয় না বলা
গহীন অরণ্যে ময়ুর ঘোরে
আমি শুধু একা।