
কাপ্তাই প্রতিনিধিঃ
কাপ্তাইয়ের রাইখালীর মাঝিপাড়ার মদের কারখানায় বুধবার দুপুরে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে মো. জসিম উদ্দিন (৪০) অাটক হওয়ার খবর পাওয়া গিয়েছে।
চন্দ্রঘোনা থানা সুত্রে জানা যায়, রাইখালীর মাঝিরপাড়া এলাকা থেকে চট্টগ্রাম র্যাব-৭ এর অভিযানে বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার কোদালা মোহাম্মদপুর এলাকার মো. মোহাম্মদ হোসেনের ছেলে জসিমকে (৪০) অাটক করা হয়। এসময় তারকাছ থেকে ৮’টি গ্যালনে ২০’লিটার করে সর্বমোট ১৬০’লিটার মদ উদ্ধার করে র্যাব। পরে তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ অাশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই প্রতিনিধিকে বলেন, তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অাইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।