
মোঃ কামরুল ইসলাম
আজ হতে এিশ বছর পরে তোমার সাথে আমার যদি
দেখা হয়
সমুদ্র সৈকত পাড়ে–
কর্ণফুলী নদীর কিনারে
আঁকা,বাঁকা পথে
কদম গাছের পিছনে
আমলকি গাছ তলে
তারা ভরা জোৎস্না রাতে
তোমার কি মনে পড়বে
আজ হতে এিশ বছর পরে।
চকবাজারের কপিআইল্যান্ড
কাপাসগোলার কসতুরিকা
রাঙ্গামাটির সেই বিশাল রেস্ট হাউস
বিশ্ববিদ্যালয়ের সেই ঝাউ গাছের তল
তোমার কি মনে পড়বে
আজ হতে এিশ বছর পরে।
পরস্পরের হাতের উপর হাত
উত্তাল সাগর,ঢেউয়ের পাশে বসে
ডুবন্ত বিকেল,গোধুলীর সেই আকাশ
সাগরের সেই নীল উত্তাল ধারা
তোমার কি মনে পড়বে
আজ হতে এিশ বছর পরে।
সমুদ্র তীরে বালির উপর
আঁকা,বাঁকা অক্ষরে তুমি লিখেছিলে,তোমার
মনের কথা
সমুদ্রের উত্তাল ঢেউয়ে
সেই কথা মুছে গেছে
তোমার কি মনে পড়বে
আজ হতে এিশ বছর পরে।
এই হৃদয় উড়ে যাবে একদিন
সমুদ্র জাগাবে না ঢেউ
আনন্দ শুধু এই টুকু
ভালবেসে ছিল খানিকটা সময়-
তোমার কি মনে পড়বে
আজ হতে এিশ বছর পরে।