
আজকের কর্ণফুলী ডেস্কঃ
জাতীয় টেলিভিশন কর্মচারী পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা রাজধানীর মগবাজারস্থ রাজ্জাক প্লাজার ১৩ তলায় বিকাল পাঁচ ঘটিকার সময় অনুষ্টিত হয়। সংগঠনের সভাপতি মোস্তফা হাসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চলনায় অনুষ্টিত পরিচিতি সভায় স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম সাধারন সম্পাদক আতিক আজিজ। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি শংকর কুমার সাহা, সহ সভাপতি শাহাদাত হোসাইন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো: শাহজাহান, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মির্জন খান, সাংগঠনিক সম্পাদক কামাল পারভেজ, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক সোহাগ বিশ্বাস।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আরিফ বিল্লাহ। পরে অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে নির্বাচিত কমিটির সদস্যদের কে পরিচয় করিয়ে দেয়া হয়। অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আতাউল হাকিমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বক্তরা বলেন, যেখানে সাংবাদিক ও টেলিভিশন কর্মচারীদের মাঝে যারাই নির্যাতনের শিকার হবেন জাতীয় টেলিভিশন কর্মচারী পরিষদ সেখানে নির্যাতনের বিরুদ্ধে জোড়ালো ভুমিকা পালন করবে। পাশাপাশি টেলিভিশন কর্মচারীদের কল্যানে তহবিল গঠন, টেলিভিশন কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়সহ দেশ ও জাতীর কল্যানে টেলিভিশন কর্মচারী পরিষদ নিরলস ভাবে কাজ করে যাবেন বলে বক্তরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধু শেখ মুজিকবুর রহমানের শাহাদাত বাষির্কী উদযাপন, জাতীয় বিভিন্ন দিবসে নানা কর্মসূচি পালন সহ আগামীতে নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
পরিচিতি সভায় অন্যাদের মঝে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন, মো: ফারুখ হোসেন, শামছুজ্জামান বাদল শেখ, নাজমুল হক, সাগর আহমদ আরিফ, তুষার বাবু, ফরহাদ আহমদ স্বপন, এল আর লেলিন, মো: রনি, শাহরিয়ার রাকিব, আবদুল হোসেন মেহেদী, সোহেল আকন্দ।
পরিচিতি সভা শেষে এ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় সংগীত শিল্পী সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদিকা সামান্তা শাহিন, কৌতুক পরিবেশন করেন দপ্তর সম্পাদক আরফুর রহমান। প্রতি ভোজের মধ্য দিয়ে জাতীয় টেলিভিশন কর্মচারী পরিষদের নব নির্বাচিত কেন্দ্রীয় কমিটির পরিচিতি সভা শেষ হয়।