
মোঃ নাজমুল সাঈদ সোহেল
চকরিয়া(কক্সবাজার)প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় রাক্ষুসে মাতামহুরী টেনে নিল এক স্কুল ছাত্র।বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে এ ঘটনা ঘটে। লক্ষ্যারচর উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র, নাম হাসান তারেক।সে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আব্দু রাজ্জাকের ছেলে।
স্থানীয় প্রত্যক্ষদর্শীসূত্রে জানা গেছে,স্কুল ছুটির পরপর বন্দুদের নিয়ে ফুটবল খেলতে যায় তারেক পাশ্ববর্তী মাতামহুরী নদীতে জেগে উঠা বালির চরে। নদীর অপরপ্রান্তে বালির চর হওয়ায় নদী পেরিয়ে খেলতে যাওয়ার জন্য তারেকসহ আরোএক বন্দু নদী পার হচ্ছিল।এসময় দুইবন্দু নদীতে ডুবে যাই। কিন্তু এক বন্দু কাপড় ছেড়া অবস্থায় কোনমতে জানে বাঁচলেও অপর বন্দুর আর দেখা মেলেনি।স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে স্থানীয় ফায়ার সার্ভিস বিকাল চারটার দিকে ঘটনাস্থল এসে প্রাণপন চেষ্টা করে ব্যার্থ হলে চট্টগ্রামস্থ ফায়ার সার্ভিসের ডুবুরির সহযোগীতা কামনা করেন।সন্ধা সাড়ে ছয়টার দিকে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি ঘটনাস্থলে এসে পৌঁছান। ঘটনাস্থলে ডুবুরি আসার পর অনেক চেষ্টা করে ও খোঁজ মিলাতে পারেনি ডুবুরির দল। প্রায় ২০ঘন্টা অতিবাহিত হওয়ার পর ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গোসল করতে নামা এক মহিলার পায়ে লেগে সন্ধান মেলে তারেকের।এ সময় ফায়ার সার্ভিসের টিমকে খবর পৌঁছালে তারা সেখান থেকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসেন।
এ বিষয়ে লক্ষ্যারচর ইউনিয়ন যুবলীগের সভাপতি সরওয়ার আলম বলেন, গতকাল থেকে মাতামহুরী নদীতে নিখোঁজ তারেককে ফায়ার সার্ভিসের টিমসহ স্থানীয়রা উদ্ধার চেষ্টা অব্যাহত ছিল।প্রায় ২০ঘন্টা অতিবাহিত হওয়ার পর৯:১৫ মিনিটের সময় ঘটনাস্থল থেকে খানিকটা দূরে গোসল করতে নামা এক মহিলার পায়ে লেগে সন্ধান মেলে নিখোঁজ তারেকের।এ সময় ফায়ার সার্ভিসের টিমকে খবর পৌঁছালে তারা সেখান থেকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসলে উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে তারেককে একনজর দেখার জন্য। নিহত তারেকের নামাজে যানাজা বাদে জুমা স্থানীয় জালিয়া পাড়া জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হইবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দীন মোহাম্মদ শিবলী নোমান বলেন,স্থানীয়দের সংবাদের প্রেক্ষিতে স্কুলছাত্র নদীতে ডুবে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসনিকভাবে স্থানীয় ফায়ার সার্ভিসকে নির্দেশনা দেয়া হয়েছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি টিমের উদ্ধার অভিযান অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জানাই। সেইসাথে স্থানীয় জনসাধারণ যারা তারেককে উদ্ধার অভিযানে সর্বাত্মক সহযোগীতা করছেন তাহাদের সাধুবাদ জানাই।