রাঙ্গুনীয়া আওয়ামী লীগ নেতা আবু তাহেরের কবরে তথ্যমন্ত্রীর শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

রাঙ্গুনীয়া প্রতিনিধিঃঃ

রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক হাজী আবু তাহের মেম্বারের কবরে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি’র পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করছেন চট্টগ্রাম উত্তর জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শিলক এলাকায় প্রয়াত হাজী আবু তাহের মেম্বারেের কবরস্থানে ফুল দিয়ে তথ্যমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এই সময় নেতৃবৃন্দ প্রয়াতের কবরের পাশে দাঁড়িয়ে আত্মার মাগফেরাত কামনায় দরুদ ও মোনাজাত করেন। রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত সভাপতি সিরাজুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি এম এ মান্নান চেয়ারম্যান, রাংগুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক আবু তাহের, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা নাসির উদ্দিন রিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আবু তাহের মেম্বার বুধবার মধ্যরাতে আকষ্মিক হ্রদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরের বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না…রাজেউন)। গত কাল সকালে মিমি সুপার মার্কেট সংলগ্ন মসজিদে প্রথম ও গ্রামের বাড়ি শিলকের নটর টিলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত