আজকের কর্ণফুলী ডেস্কঃ
ডেঙ্গু রোগে আক্রান্ত পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক শাহাবুদ্দিন কোরেশীর স্ত্রী সৈয়দা আকতারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। একই সাথে তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, প্রয়াতের স্বামী রাঙ্গুনিয়ার কৃতী সন্তান শাহাবুদ্দিন কোরেশী একজন সৎ ও নিষ্ঠাবান পুলিশ কর্মকর্তা। রাষ্ট্রের জন্য নিবেদিত এ পুলিশ কর্মকর্তার উৎসাহ ও প্রেরণার মানুষ ছিলেন তার সহধর্মিণী সৈয়দা আকতার। তার অকাল মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তথ্যমন্ত্রীর নির্বাচনী এলাকার অন্তর্ভুক্ত চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নজরের টিলা এলাকার বাসিন্দা সৈয়দা আকতার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রোববার সকাল সাড়ে ১১টায় সেখানে তিনি মারা যান। স্বামী, তিন ছেলে, আত্মীয়স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন তিনি।