
কাপ্তাই প্রতিনিধিঃ
একাদশ শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন ও তাদেরকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে করণীয় নির্ধারণের জন্য গতকাল রবিবার বিএন কলেজ কাপ্তাইয়ে অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷ মতবিনিময় সভায় কলেজের অধ্যক্ষ লে: কমান্ডার নুরে আলম ছিদ্দিকী, উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মো: নুরুল আবছার বক্তব্য রাখেন। বক্তব্যে তারা বলেন, ইতিমধ্যে পার্বত্যঞ্চলে এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিটি পাবলিক পরীক্ষায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে তাই আপনাদের সকলের সহযোগিতায় আমরা কলেজ পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনে সফল হবো। সমাবেশে অভিভাবকরা বিএন স্কুলের পরিবেশ এবং লেখাপড়ার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এসময় কলেজের সদ্য নিয়োগপ্রাপ্ত বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্হিত ছিলেন। উল্ল্যেখ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হতে ২০১৯ সালে কাপ্তাই বিএন স্কুল কলেজ শাখায় রুপান্তরিত হয়।।