ডেঙ্গু প্রতিরোধে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এবং জেলা নৌ স্কাউটস এর জনসচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

” ডেঙ্গু মশা ও ডেঙ্গু জ্বর” নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এবং কাপ্তাই জেলা নৌ স্কাউটস এর উদ্যোগে সোমবার( ৫ আগস্ট) কাপ্তাই নতুনবাজার ও চন্দ্রঘোনা লিচুবাগান এলাকায় প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাপ্তাই বিএন কলেজের অধ্যক্ষ ও কাপ্তাই জেলা নৌ স্কাউটস সচিব লেফটেন্যান্ট কমান্ডার এম নূরে আলম ছিদ্দিকী, কাপ্তাই ট্রাফিক বিভাগের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ বিএন স্কুল এন্ড কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং নৌ স্কাউটস এর ইউনিট লিডার্স ও স্কাউটসরা অংশগ্রহণ করে।
কর্মসুচীর শুরুতে তারা জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই নতুনবাজার সংলগ্ন মূল সড়কে সমাবেশ আয়োজন করে। সমাবেশে ব্যানার ফেস্টুন এবং ডেঙ্গু বিষয়ক ছবি প্রদর্শন করে জনসাধারণকে তাদের করণীয়’ বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটির সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট মো: রাফি- উল- হাসান ডেঙ্গু জ্বরের উৎপত্তি এবং করণীয়’ সম্পর্কে জনসাধারণ এর সামনে বক্তব্য তুলে ধরেন। বিএন কলেজের অধ্যক্ষ লে: কমান্ডার নূরে আলম ছিদ্দিকী সমাবেশে বলেন, ডেঙ্গু জ্বর এবং ডেঙ্গু মশা নিয়ে আতঙ্কিত না হয়ে আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে সচেতনতার সাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাই এবং চিকিৎসকের পরামর্শ নিই তাহলে এই সমস্যা শীঘ্রই দূর হয়ে যাবে। পরে কর্মসুচীর অংশ হিসেবে চন্দ্রঘোনা লিচুবাগান কুষ্ঠ হাসপাতাল গেইট প্রাঙ্গণে সচেতনতামুলক সমাবেশ করা হয়।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত