কাপ্তাই প্রতিনিধিঃ
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে ধারাবাহিক কর্মসুচীর অংশ হিসাবে সোমবার (৫ আগস্ট) উপজেলা সদরে র্যালি, পথসভা এবং কেআরসি উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে ৪ নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, কাপ্তাই উপজেলা আ'লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অজয় সেন ধনা, কাপ্তাই থানার উপ পরিদর্শক মনিরুজ্জামান, উপ পরিদর্শক গাজী মো: মোরশেদ আলম সহ জনপ্রতিনিধি, আইন শৃংখলা বাহিনীর সদস্য এবং স্হানীয় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্হিত ছিলেন। পরে উপজেলা সদরে বিভিন্ন পথ সভার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সকলকে বাড়ীর আশপাশ, অফিস, দোকান সব জায়গায় পরিস্কার পরিচ্ছন্নতা রাখার অনুরোধ করা হয়। এদিকে কর্মসুচীর অংশ হিসাবে সোমবার কাপ্তাই থানা পুলিশের উদ্যোগে চন্দ্রঘোনা কেআরসি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা করা হয়। কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) মোহাম্মদ নুরুল আলম, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আলম মতবিনিময় সভায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্ন থাকার উপর গুরুত্বরুপ করেন।।