
কামরুল ইসলাম
তুমি চলে গেলে
সন্ধ্যে রাতে- আজও চেয়ে দেখি তুমি নেই
বিশ্বাস করো,গেল সারা রাত আমি ঠায়
জেগে ছিলাম
ক্রমশ তোমার সেই কথা গুলো মুছে গেল
অস্হির সমুদ্র থেকে উড়ে এলো ঝড়ো বাতাস
অন্ধকারে ঢেকে গেল আমার স্বপ্ন
১৪ ই রজব সব কিছু আজ তোমার জন্য।
তোমার হাতের মুঠোয় ছিল আমার পৃথিবী
রাতের শেষ প্রহরে মুয়াজ্জিনের আজান
বাইরের প্রচন্ড ঠান্ডা–
বারান্দার কোণে জমা পড়েছে বরফ কণা।
আত্মকেন্দ্রিক এই ভবে, চতুর্দিকে শকুনের দল
বেলা অবেলা এখন কেউ বাড়িয়ে দেয় না হাত –
হৃদয় কাঁদে সতত অন্ধকারে
বাঁশ বাগানে তুমি যে লুকিয়ে রইলে আজ।
তুমিই বলেছিলে রোপন করবে আমার
চতুর্দিকে শ্বেত গোলাপের চারা
নিজকে গড়তে ভাঙ্গতে,ভাঙ্গতে গড়তে
হৃদয় মোহনায় চলছে শুধু জোয়ার-ভাটা।
আসলে তুমিই আমার জীবন প্রদীপ তুমিই ৭১,
তুমিই আমার স্বাধীনতা,স্বাধীনতার আমি
পরবর্তী প্রজম্ম-
তোমাকে আমি ভুলিনি,আমাকে ভুলো না তুমি
আমার হৃদয় আকাশে শুধু তোমাকেই স্মরণ।
১৪ ই রজব
( ১২/৯/১৯–১৬ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে)