কাপ্তাই প্রতিনিধিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, রাঙ্গামাটি জেলা ইউনিটের আওতাধীন কাপ্তাই উপজেলা ইউনিটের যুব সদস্যরা কাপ্তাই থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দিন এর সাথে মঙ্গলবার(৬ আগস্ট) তাঁর দপ্তরে সৌজন্যে সাক্ষাৎ করেন।
এই সময়ে ওসি নাছির উদ্দিন দূর্যোগ মোকাবেলা এবং সেচ্ছাসেবকীয় কার্যক্রমে কাপ্তাই উপজেলার যুব রেড ক্রিসেন্টকে সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস দেয়।
এই সাক্ষাৎকারে যুব রেড ক্রিসেন্ট কাপ্তাই উপজেলা ইউনিটের দলনেতা ওসমান গনি, জনসংযোগ এবং পরিকল্পনা বিভাগের প্রধান ফাহিম ফয়সাল সাকিব, যুব সদস্য ইমাম হোসেন শাহেদ, সাজ্জাদ হোসেন এবং মাইশা আক্তার তমা উপস্থিত ছিলেন।