
মহানগর প্রতিনিধিঃ
আজ শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর দেওয়ান হাট ডবলমুরিং থানার কাছাকাছি হাজী বজলুর রহমান বেকারিতে (বজল বেকারী) বিস্কুট তৈরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে মো. ইউছুফ ফরহাদ নামে এক শ্রমিক নিহত হয়। নিহত ইউছুফ নগরীর ডবলমুরিং থানা এলাকার বাসিন্দা তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম বলে জানা গেছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে বেকারিতে নাস্তা তৈরি করার জন্য বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে স্পৃষ্ট হয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।