GREEN LEAF (সবুজ পাতা) ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক

মহানগর প্রতিনিধিঃ

বাংলাদেশ এর সাহিত্য সংস্কৃতি কে তুলে ধরার লক্ষ্য নিয়ে হৃদয় টিভির ১ম প্রকাশনা গ্রিন লিফ (সুবজ পাতা) ম্যাগাজিন এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান এম ই এস কলেজের মুখে হালদি এরাবিয়ান হাউজ এর ২য় তলায় অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত প্রধান অতিথি :·
লায়ন নবাব হোসেন মুন্না,সদস্য,কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা গ্রীণ লিফ ম্যাগাজিন। সভাপতি ও প্রধান বক্তা:– সাংবাদিক সুজিত কুমার দাশ ডেপুটি জেনারেল ম্যানেজার সমকাল।
বিশেষ অতিথি:– প্রীতি বড়ুয়া, বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমেদ ওসমান দৈনিক যায়যায় কাল, যুক্তিবাদী পুর্ব কোন, সাংবাদিক কামরুল ইসলাম আজকের কর্নফুলি, ক্যাপ্টেন শাজাহান, ক্যাপ্টেন সোবহান আলি, ক্যাপ্টেন ওবাইদুল করিম, সাংবাদিক দিদারুল ইসলাম মোহনা টিভি, গীতিকার ও কথন সাংবাদিক ফারুক হাসান, এহসানুল রুবায়েত সভাপতি চট্রগ্রাম মডিয়া, অভিনেতা এম আর সি বাবু ও জীবন চোধুরী,সম্পাদক আবছার উদ্দিন ওলি আজকাল ম্যাগাজিন , অভিনেতা, সাজ্জাদ ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী আসলাম সিকদার ও মহিউদ্দিন জাহাঙ্গীর। গ্রিন লিফ ম্যাগাজিন হৃদয় টিভি পাবলিসাস
সম্পাদক ঃ মোহাম্মদ তসলিম ও সহকারী সম্পাদক সেলিনা রহমান ম্যাগাজিন এর কাভার মডেল হিসেবে ছিলেন বাংলাদেশ এর খ্যাতিমান মডেল ইমরান ও র‍্যাম্প মডেল নওশিন, ডিজাইনার হিসেবে ছিলেন নওশন আরা চোধুরী (রওশন’স বুটিক্স, ফেন্সি, পুষ্প, সৌখিন ও র কালার,সাবাস ক্রিয়েশন ও জেইন মিরর ক্রিয়েশন)
কোরিওগ্রাফার ঃ আলমগীর হোসেন আলো, ফটোগ্রাফার ড্রিম হান্টার, ম্যাকাবার শুভ ও রায়হান।
অনুষ্ঠানে আরো উপস্তিত ছিলো স্টার ফেয়ার ফ্যাশন এন্ড ড্যান্স ইন্সটিটিউট এর সকল শিক্ষার্থী ও চিটাগাং মিডিয়ার সদস্যরা।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত