
ফয়সাল সিকদারঃ
গতকাল শুক্রবার বিকাল ৪ টায় চট্টগ্রাম ডবলমুরিং থানার মনছুরাবাদ এলাকায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১২,২৩ ও ২৪ সংরক্ষিত আসনের মহিলা সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী জনাবা রুবি আক্তার পায়েল এর উদ্যোগে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন ( বাসক ), আমরা স্বজন পরিবার কল্যাণ পরিষদ, বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ চট্টগ্রাম মহানগর কমিটির যৌথ সহযোগিতায় আমরা স্বজন পরিবার কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদ হারুন এর সভাপতিত্বে এডিস মশা ও ডেঙ্গু জ্বর” নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী আয়োজন করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১২,২৩ ও ২৪ নং ওয়াড় এলাকায় ডেঙ্গু থেকে সচেতন হওয়ার আহ্বান করে চট্টগ্রাম মনছুরাবাদ ওয়ার্ড সংরক্ষিত মহিলা সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ও পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী র প্রধান অতিথি জনাবা রুবি আক্তার পায়েল। উক্ত পরিচ্ছন্নতা অভিযান ও র্যালী র বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন( বাসক ) এর কেন্দ্রীয় কমিটির সহ পরিচালক জনাব আফতাব আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ( বাসক ) এর কেন্দ্রীয় কমিটির সহ পরিচালক সৈয়দ সাহাদাত হোসেন। বক্তব্য রাখেন জনাব কামাল উদ্দিন প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতায় মনছুরাবাদ এলাকার সচেতন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী নেত্ববৃন্দ সহ সর্বজন সাধারণ উপস্থিত থেকে সুন্দর ও সার্থক করে তুলেন।