
ফরিদ বাবুল টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ উপজেলায় ৯ম শ্রেণীর ছাত্র সমুদ্র সৈকতে গোসল করতে নেমে সমুদ্র সাগরে ভেসে গিয়েছে মো. আলী নামে ১৪ বছরের এক কিশোর। মো. আলী টেকনাফ পৌরসভার ডেইলপাড়া এলাকার বাসিন্দা গুরুতর অসুস্থ রমিজ আহমদের ছেলে ও টেকনাফ বায়তুশ শরফ মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্র। ১৪ আগস্ট বুধবার বিকাল সোয়া ৪টার দিকে টেকনাফ মহেশখালীয়াপাড়া পয়েন্টে এ ঘটনা ঘটে। রাত ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। খবর পেয়ে বাংলাদেশ কোস্টগার্ড, পুলিশ এবং ফায়ার ব্রিগেডের উদ্ধার কর্মীরা সৈকতে গেলেও সাগরে উদ্ধার অভিযান চালানোর মতো জনবল ও ইকুইপমেন্ট না থাকায় তারা কিছুই করতে পারেননি। নিখোঁজ ছাত্রের মা সাগর পাড়ে ছুটে আসেন। আহাজারি করতে করতে একসময় অজ্ঞান হয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী একদল কিশোর ফুটবল খেলার পর সাগরের পানিতে গোসল করতে নামে। এসময় জোয়ারের টান ছিল। এক পর্যায়ে সৈকতের গর্তের পানিতে মো. আলী হঠাৎ তলিয়ে যায়। সাধারনত ভাটার সময় সাগরের স্রোতে ভেসে গিয়ে দূর্ঘটনা ঘটে থাকে। কিন্তু ছাত্রটি যখন ভেসে যায় তখন সাগরে জোয়ার থাকলেও সৈকতের বালি দিয়ে মেরিন ড্রাইভ সড়ক রক্ষার জিও ব্যাগে বালি ভর্তী করার ফলে সৈকতের অনেক স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। সেরকম একটি গর্তে সে তলিয়ে যায়। নিখোঁজ মোঃ আলী লেখাপড়া করার পাশাপাশি টাইলস মিস্ত্রীর সহযোগী হিসাবে কাজ করত। তাঁর আয়ে সংসার চলত।