
রাঙ্গামাটি ব্যুরোঃ
জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাংগামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা কেপিএম হরিমন্দিরে বৃহস্পতিবার(১৫ আগস্ট) সন্ধ্যায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনায় জাতির পিতা সহ ১৫ আগস্টের কালো রাত্রিতে শাহাদাত বরনকারী সকল শহীদের বিদেয়ী আত্মার সদগতি কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। কেপিএম হরিমন্দিরের প্রধান পুরোহিত কৃষ্ণ চক্রবর্তী প্রার্থনা পরিচালনা করেন। এসময় মন্দির পরিচালনা কমিটির সভাপতি কেপিএম এর জিএম( এমটিএস) স্বপন কুমার সরকার, সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, উপদেষ্টা স্বপন কুমার সেন, সহ সভাপতি সাধন মল্লিক, সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাশ, সহ সম্পাদক উত্তম মল্লিক, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত সহ অগনিত ভক্তবৃন্দ উপস্হিত ছিলেন।।