কাপ্তাই ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে ১০ টি মোটরযান এর বিরুদ্ধে মামলা: সকলকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বানঃ অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাওছার ।

নিজস্ব প্রতিবেদক

কাপ্তাই প্রতিনিধিঃ

কাপ্তাই ট্রাফিক বিভাগের বিশেষ অভিযানে বৃহস্পতিবার(১৫ আগস্ট) কাপ্তাই রেশম বাগান ফাঁড়ি সংলগ্ন কাপ্তাই সড়কে হেলমেট বিহীন ও ড্রাইভিং লাইন্সবিহীন গাড়ী চালানো, মোটরবাইক এ অতিরিক্ত যাত্রী বহন, ফিটনেস বিহীন গাড়ী চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখানো ব্যর্থ হওয়ায় ৭ টি হালকা ও ৩ টি ভারি যানবাহন এর বিরুদ্ধে মোটরযান আইন ১৯৮৮ এর ১৫৯ ধারায় মামলা করা হয়। কাপ্তাই সার্কেল এর অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাওছার এর নেতৃত্বে কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন ও ট্রাফিক পুলিশের পুলিশ পরিদর্শক তারক চন্দ্র পাল এই অভিযানে অংশ নেন। ট্রাফিক বিভাগের এটিএসআই আকতার হোসেন, সাইফুল ইসলাম অভিযানে সহায়তা করেন। এসময় কাপ্তাই অতিরিক্ত পুলিশ সুপার জুনায়েত কাওছার সকলকে হেলমেট পড়ে প্রয়োজনীয় কাগজপত্র সাথে নিয়ে ট্রাফিক আইন মেনে গাড়ী চলার অনুরোধ জানান।

সোস্যাল নেটওয়ার্ক

সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত