
মোঃ আব্দুল্লাহ্, রাঙ্গুনিয়া প্রতিনিধি,
চট্টগ্রামঃ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম তথাকথিত আহলে হাদিস বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়। ১৬ আগস্ট শুক্রবার ইত্তেহাদুল ওলামা আল কওমিয়ার উদ্যোগে ৩ নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নের ব্রহ্মোত্তর এলাকায় রাঙ্গুনিয়া কমিউনিটি সেন্টারে এ সেমিনারের আয়োজন করা হয়। জুমার নামাযের পর অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক চৌধুরীর সঞ্চালনা ও সংগঠনটির সভাপতি মাওলানা মুফতি অলিউল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতী মাহমুদ হাসান ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা মুফতী এনামুল হক কাসেমী, আল্লামা মুফতী ইসমাঈল খান সাহেব। বক্তারা আহলে সুন্নাত ওয়াল জামাত বনাম তথাকথিত আহলে হাদিস বিষয়ক বিভিন্ন বক্তব্য তুলে ধরেন এবং বিভিন্ন কোরানি দলিলাদি জনসম্মুখে উপস্থাপন করেন। বক্তরা বলেন, কোরানি দলিল ছাড়া বা এর ভুল ব্যাখ্যা দিয়ে বর্তমানে অনেক আলেম মুসলিমদের মধ্যে বিবেধের চেষ্টা চালিয়ে যাচ্ছে। সাধারণ মুসলিমরা যেন এই ভুল ব্যাখ্যায় ইমান না হারাই তার জন্য আজকের এই সেমিনার। সত্য মিথ্যা বিবেধ বুঝে নিজের ইমান মজবুত করার পক্ষে বক্তারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সাধারণ জনতা ও দেশ বরেণ্য বিভিন্ন ওলামায়েকেরামরাও উপস্থিত ছিলেন। উল্লেখ্য সেমিনারে আহলে হাদিসের পক্ষের অনুসারিরা আসার কথা থাকলেও তাদের পক্ষ থেকে কেউ আসেননি বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়।